কেকেআর শিগগিরই শক্তিশালী প্রত্যাবর্তন করবে; আশা লিটনের

0

আয়ার‌ল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেই আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়েছেন বাংলাদেশি ওপেনার লিটন দাস। তিনি দলের সঙ্গে যোগ দেওয়ার পর দু’টি ম্যাচ খেললেও হারের তিক্ত স্বাদ পেয়েছে কলকাতা। এই দুই ম্যাচেই সাইডবেঞ্চে বসে থাকতে হয়েছে লিটনকে।

রবিবার (১৭ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাইয়ের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নেমেছিল কলকাতা। তবে ভেঙ্কটেশ আইয়ারের অসাধারণ সেঞ্চুরির পরও শেষ পর্যন্ত মুম্বাইয়ের কাছে ৫ উইকেটে হারতে হয়েছে কেকেআরকে। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের কাছেও পরাজয় বরণ করেছে নীতিশ রানার দল।

সোমবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে নিজের একটি ছবি আপলোড করেন লিটন। যার ক্যাপশনে তিনি লিখেন, ‘আশা করি কেকেআর শিগগিরই শক্তিশালী প্রত্যাবর্তন করবে!’

কলকাতার পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল)। যে ম্যাচে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে লিটনের কেকেআর। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here