কেকেআরের বোলিং কোচ হলেন সাউদি

0
কেকেআরের বোলিং কোচ হলেন সাউদি

প্রধান কোচ, সহকারী কোচের পর এবার নতুন বোলিং কোচ এর নাম ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। গত বছর‌ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া নিউজিল্যান্ড তারকা টিম সাউদিকে বোলিং হিসেবে নিয়োগ দিয়েছে দলটি।   

শুক্রবার (১৪ নভেম্বর) ক্রিকইনফোর এক প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে বোলিং কোচ হিসেবে সাউদির নাম শোনা যাচ্ছিল। ইতিমধ্যেই নতুন প্রধান কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন অভিষেক নায়ার এবং সহকারী কোচর পদে শেন ওয়াটসনের নাম ঘোষণা করা হয়েছে। ২০২২ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছিলেন ভরত অরুণ। গত আসরের পর তিনি দায়িত্ব ছেড়ে দেন।

এরপর থেকে নতুন বোলিং কোচ খুঁজছিল নাইট শিবির। ২০২৬ সালে আইপিএলে ভালো কিছু পরিকল্পনার নিয়ে কাজ করছে কেকেআর। দীর্ঘ সময় চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবং কেকেআরের হয়ে খেলেছেন টিম সাউদি।

তবে ২০২৫ আইপিএলের মেগা নিলামে অবিক্রিত ছিলেন এই কিউই পেসার। সম্প্রতি ইংল্যান্ড জাতীয় দলের বোলিং পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন তিনি। তবে বোলিং কোচ হওয়ার পর তাকে নতুন রূপে দেখতে পাওয়া যাবে না বলে মনে করা হচ্ছে।

টিম সাউদিকে দলে নেওয়ার বিষয়ে কেকেআরের ব্যবস্থাপনা পরিচালক বেঙ্কি মাইসোর বলেন, আমরা টিম সাউদিকে ফেরাতে পেরে আনন্দিত। এ বার কোচ হিসেবে ওর পরীক্ষা। টিমের অভিজ্ঞতা আমাদের বোলিং ইউনিটকে শক্তিশালী করতে কাজে দেবে। তার নেতৃত্বদানের ক্ষমতা তরুণ প্লেয়ারদের অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য টিম সাউদি তার ক্রিকেট জীবনে ৫৪ টি আইপিএল ম্যাচে মোট ৪৭ টি উইকেট সংগ্রহ করেছেন। এছাড়াও তার দেশের হয়ে ১২৬ টি টি-টোয়েন্টিতে আছে মোট ১৬৪ টি উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here