কেউ কেউ চান, সন্তান একদিন বড় উপদেষ্টা হবে: রিজওয়ানা হাসান

0
কেউ কেউ চান, সন্তান একদিন বড় উপদেষ্টা হবে: রিজওয়ানা হাসান

‘সকলেই চান, তাঁর সন্তান একদিন বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে কিংবা উকিল হবে। কেউ কেউ হয়তো চান, বাচ্চা বড় হয়ে উপদেষ্টা হবে। আমি চাই, আপনাদের মনের আশা পূরণ হোক।’— এমন মন্তব্য করেছেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাচ্চারা যেন স্কুলে লেখাপড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ শিখে। আমরা যেন আমাদের সন্তানদের কেবল বইয়ের পড়াতেই সীমাবদ্ধ না রেখে সমাজ সম্পর্কে সচেতন করে গড়ে তুলি। নিশ্চয়ই অভিভাবক হিসেবে আপনারা সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনা করবেন এবং সে অনুযায়ী সন্তানদের লেখাপড়া করাবেন।

তিনি আরও বলেন, যারা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে যাবে, তাদের জন্য একটাই কথা—বাচ্চা কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল হলেই ভালো হয় না; বাচ্চা যেন আগে ভালো মানুষ হয়। আমরা সবাই যেন দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি।

এ সময় তিনি বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেন এবং শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here