দুর্দান্ত এক জয়ে প্রথমবারের মতো জার্মান সুপার কাপ জয়ের আনন্দে মাতল লাইপজিগ। আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের মাঠে শনিবার রাতে মৌসুমের প্রথম শিরোপা লড়াইয়ে ৩-০ গোলে জিতেছে লাইপজিগ। হ্যাটট্রিক করে তাদের নায়ক স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো।
অন্যদিকে, টটেনহ্যাম হটস্পার ছেড়ে এ দিনই চার বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দেন হ্যারি কেইন। নতুন ঠিকানায় কয়েক ঘণ্টা পরই হয়ে গেল তার অভিষেক। তবে উপলক্ষটা মনে রাখার মতো হলো না।
গত বছর লাইপজিগকে হারিয়েই এই প্রতিযোগিতায় রেকর্ড দশম শিরোপা জিতেছিল বায়ার্ন। এবার মধুর প্রতিশোধ নিল লাইপজিগ।
আগের মৌসুমের বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন ও জার্মান কাপ জয়ীর মধ্যে নতুন মৌসুমের শুরুতে হয় এক ম্যাচের এই প্রতিযোগিতাটি।