ইউক্রেন কৃষ্ণসাগরে রুশ সামরিক জাহাজ নিশানা করে একের পর এক হামলা চালিয়ে আসছে। এমন প্রেক্ষাপটে কৃষ্ণসাগর নৌবহরের নতুন প্রধান নিযুক্ত করল রাশিয়া। নতুন নিয়োগকৃত প্রধানের নাম ভাইস অ্যাডমিরাল সের্গেই পিনচুক (৫২)।
খবর অনুসারে, ঝক্কি-ঝামেলায় থাকা রুশ নৌবাহিনীতে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে নতুন এই নিয়োগ দেওয়া হলো। এর আগে ইয়েভমেনভকে সরিয়ে তার স্থলাভিষিক্ত করা হয় আলেকজান্ডার মোইসিয়েভকে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এই যুদ্ধ এখনো চলছে। কিয়েভের দাবি, এই সময়কালে কৃষ্ণসাগরে রুশ নৌবাহিনীর এক-তৃতীয়াংশ জাহাজ ধ্বংস করেছে তারা।
স্থলযুদ্ধে এগিয়ে আছে রাশিয়া। তবে ইউক্রেনের হামলায় কৃষ্ণসাগরে একের পর এক সামরিক জাহাজ হারানোটা রাশিয়ার জন্য বিব্রতকর হয়ে উঠেছে। রাশিয়া এখন তার নৌবাহিনীতে রদবদল এনে ধাক্কা সামলানোর চেষ্টা করছে।