‘কৃষক লিগ’ নয়, ইউরোপ জয়ের পথে পিএসজি!

0

অনেকেই ব্যঙ্গ করে ফরাসি লিগ আঁ-কে বলেন ‘কৃষক লিগ’। পিএসজির একাধিপত্য, বাকি দলগুলোর তুলনামূলক দুর্বলতা দেখে এই কটাক্ষ জন্ম নিয়েছে। তবে এবার সেই ‘কৃষক লিগ’-এরই দল পিএসজি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছে জবাব দিল সমালোচকদের।

দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার ফাইনালে উঠেছে পিএসজি। সেমিফাইনালে তারা হারিয়েছে ইংলিশ জায়ান্ট আর্সেনালকে। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের জয়। শুধু আর্সেনালই নয়, চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, অ্যাস্টন ভিলার মতো ইংলিশ প্রিমিয়ার লিগের চারটি দলকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে ‘ফারমার্স লিগ’ নিয়ে হালকা রসিকতা করেন পিএসজি কোচ লুইস এনরিকে। তিনি বলেন, ‘আমরা তো কৃষক লিগ, তাই না? কিন্তু এখন সবাই আমাদের প্রশংসা করছে।’ তিনি যোগ করেন, ‘আর্সেনাল দুর্দান্ত খেলেছে, কিন্তু দুই লেগ মিলিয়ে আমরাই বেশি গোল করেছি, তাই ফাইনালটা আমাদের প্রাপ্য।’

লিগ পর্বে তিনটি ম্যাচ হেরে শুরু করলেও সিটির বিপক্ষে ৪-২ গোলের জয় থেকে ঘুরে দাঁড়ায় পিএসজি। এনরিকে মনে করেন, সেটিই ছিল টার্নিং পয়েন্ট।

ইতোমধ্যে ‘লিগ আঁ’ শিরোপা নিশ্চিত করা পিএসজির সামনে এবার ট্রেবল জয়ের হাতছানি। ২৪ মে ফ্রেঞ্চ কাপ ফাইনালে তারা মুখোমুখি হবে রেঁসের, আর ৩১ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে পিএসজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here