কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটকে যে ৭ তথ্য কখনোই জানানো উচিত নয়

0

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। প্রশ্নের উত্তর জানার পাশাপাশি বা দৈনন্দিন কাজগুলো সহজ করার সুযোগ থাকায় চ্যাটজিপিটির মতো বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি এআই চ্যাটবটগুলো নিয়মিত ব্যবহার করেন অনেকেই। তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এক সতর্কবার্তায় জানিয়েছেন, এআই চ্যাটবট ব্যবহারের সময় সতর্ক না থাকলে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। তাই এআই চ্যাটবটের মাধ্যমে কোনো কাজ করার সময় কখনোই সংবেদনশীল কোনো তথ্য জানানো উচিত নয়। এআই চ্যাটবটকে যে সাত তথ্য জানানো থেকে বিরত থাকতে হবে-

১. ব্যক্তিগত তথ্য
নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর বা ই-মেইল ঠিকানা কখনোই চ্যাটবটের সঙ্গে শেয়ার করা যাবে না। এ ধরনের তথ্য তৃতীয় পক্ষের হাতে পড়লে তা ব্যবহার করে ব্যবহারকারীর কার্যক্রম নজরদারিতে রাখা বা পরিচয় চুরি করা সম্ভব।

২. আর্থিক তথ্য
ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড বা জাতীয় পরিচয়পত্রের নম্বর কখনোই এআই চ্যাটবটের কাছে প্রকাশ করা উচিত নয়। এসব তথ্য চুরি হলে ভবিষ্যতে সাইবার অপরাধীরা চাইলেই আর্থিক প্রতারণাসহ পরিচয় জালিয়াতি করে বিভিন্ন ধরনের অপরাধ করতে পারে।

৩. পাসওয়ার্ড
ব্যক্তিগত বা পেশাগত কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ডের বিষয়ে চ্যাটবটের কাছে তথ্য দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এসব তথ্য প্রকাশিত হলে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।

৪. গোপন তথ্য
ব্যক্তিগত বা পেশাগত গোপন তথ্য কখনোই চ্যাটবটের কাছে শেয়ার করা উচিত নয়। এর ফলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে।

৫. স্বাস্থ্য পরামর্শ
এআই চ্যাটবট চিকিৎসক নয়। তাই নিজের স্বাস্থ্যের বিভিন্ন তথ্য দিয়ে এআই চ্যাটবটের কাছে স্বাস্থ্যবিষয়ক কোনো পরামর্শ নেওয়া থেকে বিরত থাকতে হবে।

৬. অনুপযুক্ত আধেয় 
বেশিরভাগ চ্যাটবট অশ্লীল বা অনুপযুক্ত বিষয় ফিল্টার করে থাকে। আর তাই অশ্লীল বা অনুপযুক্ত বিষয়ে চ্যটবটগুলোকে শেয়ার করলে অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে। পাশাপাশি এসব তথ্য ভবিষ্যতে অনলাইনে প্রকাশের আশঙ্কাও রয়েছে।

৭. একান্ত গোপন বিষয়
চ্যাটবটের সঙ্গে শেয়ার করা সব তথ্য সংরক্ষণ করা থাকে, যা ভবিষ্যতে তৃতীয় পক্ষের কাছে প্রকাশিত হতে পারে। তাই একান্ত গোপন কোনো বিষয়ের তথ্য চ্যাটবটকে জানানো উচিত নয়, যা অনলাইনে প্রকাশিত হলে বিব্রতকর সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here