ইরান ও সৌদি আরব চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয়েছে। শুক্রবার বেইজিংয়ে বৈঠক শেষে সৌদি আরবের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাদ বিন মোহাম্মদ আল আইবান এবং ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী শামখানি এ ঘোষণা দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে দেশটির সেন্ট্রাল ফরেন অ্যাফেয়ার্স কমিশনের পরিচালক ওয়াং-ই।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তি হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে, তাদের সঙ্গে সকল মত-পার্থক্য শেষ হয়ে গেছে।
এক সাক্ষাৎকারে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, ‘ইরানের সঙ্গে আমরা যোগাযোগ এবং সংলাপের মাধ্যমে পারস্পারিক পার্থক্য সমাধানে একমত হয়েছি। কিন্তু এর মানে-‘দুই দেশের মধ্যে সকল মত-পার্থক্য শেষ হয়ে গেছে তা নয়।’ সূত্র: আল আরাবিয়া