কুষ্টিয়া মুক্ত দিবস পালিত

0

নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো কুষ্টিয়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয়েছিল কুষ্টিয়া জেলা। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে জেলা কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক এহেতেশাম রেজা, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বীর মুক্তিযোদ্ধাগণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পরে বিকেল ৪টায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক মঞ্চে, কোর্ট স্টেশনে ও জেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here