কুষ্টিয়া মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি তন্বী, সম্পাদক ডিউ

0

কুষ্টিয়া জেলা মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসকের সহধর্মিনী তানজিনা গালিব (তন্বী) সভাপতি ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আফরোজা আক্তার ডিউ জানান, আগের কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার নির্দেশে এবং তত্বাবধানে জেলা মহিলা ক্রীড়া সংস্থা কুষ্টিয়ার নতুন এ কমিটি গঠিত হয়েছে। কমিটি করার জন্য চলতি মাসের ৩ তারিখে জেলা প্রশাসকের বাংলোতে বৈঠক হয়। এরপর নিয়মানুযায়ী কমিটি নির্বাচন করে কেন্দ্রে প্রস্তাব পাঠানো হয়। তারপর গত ১৪ মার্চ জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা অনুমোদন দেয় কুষ্টিয়া মহিলা ক্রীড়া সংস্থার কমিটিকে। আফরোজা আশা করেন কুষ্টিয়া জেলার নারীদের আরও ক্রীড়ামুখী এবং গৌরবময় খেলাধুলার ঐতিহ্য সৃষ্টিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে নবনির্বাচিত কমিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here