‘ছিন্নপত্র: পদ্মা পারে রবীন্দ্রনাথ’ ডকুমেন্টারি ফিল্ম দেখতে কুষ্টিয়ার রবীন্দ্র কুঠিবাড়ি ঘুরে গেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি কুঠিবাড়িতে আসেন। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
প্রণয় ভার্মা প্রথমে কুঠিবাড়িতে রবীন্দ্রনাথের স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর একজন স্বপ্নদর্শী ছিলেন, যার প্রভাব সীমানা এবং প্রজন্ম অতিক্রম করেছে। তার গভীর চিন্তাভাবনা, কাব্যিক উজ্জ্বলতা এবং শৈল্পিক প্রচেষ্টা মানবতাকে অনুপ্রাণিত ও সমৃদ্ধ করে চলেছে। সাহিত্য, সংগীত এবং দর্শনে তার অবদান বিশ্বে একটি অমোঘ চিহ্ন রেখে গেছে।
ভারত ও বাংলাদেশ উভয় দেশের শিল্পীদের প্রশংসা করে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, এই ছবি আমাদের দুই দেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। এটি আমাদের অংশীদারিত্বের বৈশিষ্ট্য, যা সাংস্কৃতিক বন্ধন এবং শক্তিশালী জন-মানুষের বিনিময়েরও প্রতিফলন।
অনুষ্ঠানে বিখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী সাদী মোহাম্মদ রবীন্দ্র সংগীত পরিবেশন করেন।