কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদীপুর এলাকায় পরিবেশ অধিদফতরের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে নয়টি অবৈধ ইটভাটা। এ সময় প্রায় এক কোটি টাকার কাঁচা ইট নষ্ট করা হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে দিনভর এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল হক, সিনিয়র কেমিস্ট মো. হাবিবুল বাশার, পরিদর্শক নাসরিন সুলতানাসহ অধিদফতরের অন্যান্য কর্মকর্তারা।
অভিযানে সহযোগিতা করে কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়ন, কুষ্টিয়া পুলিশ বিভাগ, সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান বলেন, নদীবেষ্টিত চরসাদীপুর ইউনিয়নটি অত্যন্ত দুর্গম এলাকা। এখানে আসা যেমন কষ্টকর, ঠিক তেমনি অভিযান পরিচালনাও চ্যালেঞ্জিং। তবু অবৈধ ইটভাটা উচ্ছেদে আমরা কঠোর অবস্থানে আছি। আজ ৯টি ভাটা উচ্ছেদ করেছি, আরও কয়েকটি শনাক্ত আছে। পর্যায়ক্রমে সব অবৈধ ভাটা উচ্ছেদ করা হবে।
পরিবেশ অধিদফতর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল হক জানান, কুষ্টিয়া জেলায় ১৮৫টির মতো ইটভাটা রয়েছে। যার মধ্যে মাত্র ১৭টি ইটভাটার পরিবেশ অধিদফতরের ছাড়পত্র রয়েছে। অবৈধ এই ইটভাটাগুলো প্রতি বছর প্রশাসন এবং পরিবেশ অধিদফতরের আইনকে অমান্য করে পরিচালিত হয়ে আসছে। পর্যায়ক্রমে অবৈধ এসব ইটভাটায় অভিযান পরিচালনা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন।
স্থানীয়দের অভিযোগ, অবৈধ ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি করে আসছিল। অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

