কুষ্টিয়ায় সিঁড়ি থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়ার ভেড়ামারায় বাড়ির সিঁড়ির মধ্যে থেকে তুষার মন্ডল জিম (২০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভেড়ামারা শহরের প্রফেসর পাড়ার গোলাম মোস্তফা রুবেলের খালি বাড়ির সিঁড়ির ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, জিমের মাথার পেছনে ধারালো কোনো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম জানান, জিমকে পেছন থেকে ধারালো কোনো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, বিষয়টি এখনো জানা সম্ভব হয়নি। কুষ্টিয়া থেকে সিআইডি পুলিশের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছেন।

হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে নেমেছে। খুব দ্রুত হত্যার রহস্য উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেফতার করা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here