কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরীফ বিশ্বাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং বাকী আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ার পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবকে স্মারকলিপি দিয়েছে ৪টি সাংবাদিক সংগঠন।
কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি), কুষ্টিয়া জেলা প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার নেতৃবৃন্দ যৌথভাবে স্মারকলিপি প্রদান করেন।
তাদের স্বাক্ষরিত স্বারকলিপিতে বলা হয় দ্রুত বাকি আসামি গ্রেফতার ও সাংবাদিক সুরক্ষায় উদ্যোগ নেয়া না হলে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি শুরু করা হবে।
এ সময় পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বলেন, অপরাধী যেইই হোক তাকে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে দুজন আসামি গ্রেফতার হয়েছে, বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
এর আগে শহরের ৫ রাস্তার মোড়ে সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলাম মওলা, সাংবাদিক হাসান আলী, মিলন উল্লাহ, নাহিদ হাসান তিতাস, সাবিনা ইয়াসমিন শ্যামলী ও আনিস মন্ডল।