কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পৃথক দুর্ঘটনায় দুই আওয়ামী লীগ নেতাসহ আহত হয়েছেন আরো চারজন।
শনিবার বেলা একটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন ও বাটিকামারা এলাকায় দুটি দুর্ঘটনা ঘটে।
একই সময়ে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের বাটিকামারা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আওয়ামী লীগ নেতা আহত হন। তারা হলেন, চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক (৬০), বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর (৭০)। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।