কুষ্টিয়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে এসপির বিশেষ মতবিনিময় সভা

0
কুষ্টিয়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে এসপির বিশেষ মতবিনিময় সভা

কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেছেন, আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা। আমরা যদি সুষ্ঠু নির্বাচন করতে কোন ভাবে হোঁচট খাই, তাহলে এক অনিশ্চিত বাংলাদেশের পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। তাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের কোন বিকল্প নেই।
যে কোন মূল্যে রাজনৈতিক দলগুলোকে তাদের পারস্পরিক ঐক্য ধরে রাখতে হবে।

শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাইনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রায় আড়াই ঘণ্টা ব্যাপী জেলার রাজনৈতিক দল গুলোর নেতৃবৃন্দের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  

এসময় ২৪ সালের জুলাই বিপ্লব ও ৫ আগস্টের প্রসঙ্গ তুলে ধরে পুলিশ সুপার আরো বলেন, বিপ্লব সফল হতে গেলে বিপ্লবীদের ঐক্য থাকতে হবে। জুলাই বিপ্লবের পর আমাদের মধ্যে সত্যিকার অর্থেই ঐক্য বিনষ্ট হয়েছে। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকল্পে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শিকদার মো. হাসান ইমামের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, ঢাকা কুষ্টিয়াসহ সারাদেশের বিভিন্ন স্থানে একের পর এক যেসব সহিংস ঘটনা ঘটানো হচ্ছে এটা কখনো দাবি আদায় বা প্রতিবাদের ভাষা হতে পারেনা। আর যে বা যারা এসব সহিংসতা সৃষ্টি করছে তারা কোনভাবেই শহীদ ওসমান হাদীর মতাদর্শের হতে পারে না। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার আমির মাওলানা আবুল হাশেম বলেন, কোন একটি গ্রুপ বা শক্তি চাচ্ছে যাতে করে বাংলাদেশে কোনভাবেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে। নির্বাচন বানচাল করার অংশ হিসেবে তারা দেশে এ ধরনের আরো সহিংসতা ঘটাতে পারে। এই অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়াতে হবে। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।   

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী হোসেন সরকার বলেন, এ সরকার ব্যর্থ হলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে। আমরা যদি সরকারকে সহযোগিতা না করি তাহলে কিভাবে হবে? প্রতিবাদের ভাষা হওয়া উচিত নিয়মতান্ত্রিক। আমরা যা করছি এটা যদি চলমান থাকে তাহলে জুলাই বিপ্লব কোনভাবেই সফল হবে না। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে বুকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই বিপ্লবকে কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। 

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া প্রেসক্লাবের আহ্বায়ক আল মামুন সাগর, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সভাপতি শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য সচিব আবু মনি জুবায়ের রিপন, বাংলাদেশ খেলাফত মজলিস আরিফুজ্জামান, এনসিপির যুগ্ম সমন্বয়কারী কে এম আর শাহীন, এনসিপির ভেড়ামারা উপজেলা শাখার সমন্বয়কারী বুলবুল আহমেদ, আপ বাংলাদেশের কেন্দ্রীয় নেতা সুলতান মারুফ তালহা, এবি পার্টির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক আবু বকর সিদ্দিক, বিজেপির যুগ্ম আহ্বায়ক ইমরুল কায়েস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাসুম বিল্লাহসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here