কুষ্টিয়ায় যাত্রীবাহী ট্রেনে মিলল ৪ কোটি টাকার এলএসডি ও জুয়েলারি

0

কুষ্টিয়া কোর্ট স্টেশনে যাত্রীবাহী ট্রেনে তল্লাশি চালিয়ে ৪ কোটি ১৮ লাখ ১০ হাজার ১০০ টাকার ভয়ঙ্কর মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইইথাইলামাইড (এলএসডি) ও ভারতীয় সিটি গোল্ডের জুয়েলারি উদ্ধার করেছে বিজিবি-৪৭।

এ সময় ৮ বোতল ভারতীয় এলএসডি ও বিভিন্ন প্রকারের ৯৪৮টি সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রী উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে, বেনাপোল হতে ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে এসব মাদক ও চোরাই জুয়েলারি উদ্ধার করে।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে করে এলএসডি ও সিটি গোল্ডের জুয়েলারির একটি বড় চালান ঢাকা যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে অবস্থান নেয়।

মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছালে বিজিবির টহল দল তল্লাশি অভিযান শুরু করে। এ সময় ৫০ এমএলের ৮ বোতল ভারতীয় এলএসডি ও ৯৪৮টি ভারতীয় সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত এলএসডি ও জুয়েলারির আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ১৮ লাখ ১০ হাজার ১০০ টাকা। এসব সামগ্রী উদ্ধারের ঘটনায় বিধি অনুযায়ী কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here