কুষ্টিয়া শহরের আলফা মোড়ে রেজাউল করিম মধূ (৩৮) তার সাত বছর বয়সী ছেলে মুগ্ধ হোসেনকে নিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার বিকেল ৫টার দিকে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থল থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, দাম্পত্য কলহ, ব্যবসা ও ছেলেকে স্কুলে ভর্তি করা সংক্রান্ত জটিলতায় তিনি আত্মহত্যা করেছেন কিনা সেসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে। নিহতরা আলফার মোড়ের সেলিমের বাসায় ভাড়া থাকতেন।
নিহতের স্ত্রী শেফালীর দাবি, কোন দাম্পত্য কলহ ছিল না। এ ছাড়া স্বামীর ঋণ আছে, এমন কোন তথ্যও তার জানা নেই। তবে তার অভিযোগ, ছেলেকে স্কুলে ভর্তি করাতে মধুসূদনের জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রয়োজন ছিল, যা কোন ভাবে আটকে ছিল। এ নিয়ে মন খারাপ থেকে মধুসূদন আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারেন।