কুষ্টিয়ায় বই পড়া প্রতিযোগিতা

0

কুষ্টিয়া শহরের জিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ১০ জন শিক্ষার্থী ১০টি বই ২০ দিন ধরে পড়ে অংশ নিয়েছেন প্রতিযোগিতায়। বীর মুক্তিযোদ্ধা শামসুল হাদী গ্রন্থাগারের এ আয়োজনে সহায়তা করেছে বেসরকারি সংস্থা ফেয়ার ও আগামী প্রকাশনী।

বৃহস্পতিবার দুপুরে অংশগ্রহণকারীরা বিচারকদের সামনে বইয়ে কী আছে, তা উপস্থাপন করেন। এর ভিত্তিতে সেরা পড়ুয়া নির্বাচন করা হয়। প্রথম স্থান অধিকার করেন পঞ্চম শ্রেণির ছাত্রী জুই আক্তার, দ্বিতীয় স্থান চতুর্থ শ্রেণির ছাত্রী আতিয়া সাঈদ এবং তৃতীয় স্থান অধিকার করেন তৃতীয় শ্রেণির ছাত্রী ফাতেমা।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শামসুল হাদী গ্রন্থাগার এ বছরের ২০ জুন থেকে জিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাভ্যাস কর্মসূচি শুরু করে। এই কর্মসূচির আওতায় গ্রন্থাগার থেকে সপ্তাহে একদিন এক ঘণ্টা শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ করে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here