কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক বিরোধে লাঠির আঘাতে মনিরুল নামে একজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ।
তিনি বলেন, হালসা এলাকার মনিরুলের বাড়ির আসবাবপত্র বানানোর বাকি টাকা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে সোমবার সন্ধ্যায় ওই চাচাতো ভাই লোকজন নিয়ে এসে মনিরুলের উপর হামলা চালায়। এ সময় শক্ত কাঠের আঘাতে মনিরুল গুরুতর আহত হয়। তাকে হালসার স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।