কুষ্টিয়ায় নিজ বাড়িতে ভ্যানচালক খুন

0
কুষ্টিয়ায় নিজ বাড়িতে ভ্যানচালক খুন

কুষ্টিয়া সদর উপ‌জেলার শান্তিডাঙ্গা গ্রামে নিজের বসতঘরের বারান্দায় মোশারফ হোসেন মুসা (৫৫) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত‌্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। 

রবিবার (১৯ অক্টোবর) সকালে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লের মর্গে পাঠনো হয়েছে।

নিহত মোশারফ হোসেন মুসা একই এলাকার মৃত আকবর মন্ডলের ছেলে। তিনি পেশায় ভ‌্যানচালক ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রা‌তের কোন এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভোরে প‌রিবা‌রের লোকজন বাইরে বে‌র হ‌য়ে মুসার রক্তাক্ত মরদেহ দেখ‌তে পায়। তার বু‌কে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। 

নিহত ব্যক্তির মে‌য়ে শিখা বলেন, ‘ভ্যান চুরির জন্য আমার বাবাকে কখনও এমন নির্মমভাবে হত্যা করতে পারে না। পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।’ তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জ‌ড়িত‌দের স‌র্বোচ্চ শা‌স্তির দা‌বি জানান।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মেহেদি হাসান বলেন, ‌নিহত ব‌্যক্তির বু‌কে হাঁসুয়া-জাতীয় ধারা‌লো কিছু দি‌য়ে আঘাত করা হ‌য়ে‌ছে। শুধু ভ‌্যান চু‌রির জন‌্য এমন নির্মম হত্যাকাণ্ড না-ও হতে পারে। 

ওসি আরও বলেন, বিষয়‌টি নি‌য়ে পু‌লিশ কাজ কর‌ছে। দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হ‌বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here