কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে সোমেলা খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নকলা গ্রামের ভবার স্ত্রী।
তিনি বলেন, স্থানীয়দের ধারণা ওই নারী ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন।