কুষ্টিয়ার বাড়াদী ভাগাড় এলাকায় অর্জুন গাছে ঝুলছিল যুবক পিয়াসের মরদেহ। পুলিশের ধারণা প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে ওই যুবক।
কুষ্টিয়া মডেল থানার ওসি সোহেল রানা বাংলাদেশ প্রতিদিনকে জানান- বৃহস্পতিবার সকালে হাঁটতে গিয়ে বাড়াদী এলাকার ২ নং ক্যানেলের রাস্তার পাশে অর্জুন গাছে পিয়াস (২৭) এর মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা। তারা খবর দিলে পুলিশ এসে সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে। মরদেহের হাতে ব্লেড দিয়ে কাটার চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় যুবক সাইফ আল আজাদ জানান, মাস দেড়েক আগে প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হলে পিয়াস মানসিকভাবে ভেঙে পড়ে। সেসময় সে মাদকাসক্ত হয়ে পড়ে। শুরু করে মাদকের ব্যবসাও। এরই জের ধরে বুধবার রাতের কোন এক সময় গাছে উঠে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে।