কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে ঘুমন্ত দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিঘলকান্দি বিশ্বাস পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত সোনিয়া খাতুন (৭), ও সুমাইয়া খাতুন (২) ওই এলাকার মোহাম্মদ দুখির মেয়ে। আগুন লাগলে দৌলতপুরে কোন ফায়ার স্টেশন না থাকাই পার্শ্ববর্তী ভেড়ামারা ও মিরপুর ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়।
তিনি আরও বলেন,ওই বাড়ির রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিবেশী ওসমান আলীর বসত বাড়িও ভষ্মিভূত হয়।