কুষ্টিয়ায় আগুনে পুড়ে ঘুমন্ত দুই বোনের মৃত্যু

0

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে ঘুমন্ত দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিঘলকান্দি বিশ্বাস পাড়ায় এ ঘটনা ঘটে। 

মৃত সোনিয়া খাতুন (৭), ও সুমাইয়া খাতুন (২) ওই এলাকার মোহাম্মদ দুখির মেয়ে। আগুন লাগলে দৌলতপুরে কোন ফায়ার স্টেশন না থাকাই পার্শ্ববর্তী ভেড়ামারা ও মিরপুর ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়। 

তিনি আরও বলেন,ওই বাড়ির রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিবেশী ওসমান আলীর বসত বাড়িও ভষ্মিভূত হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here