বিএনপি-জামায়াতের অবরোধ নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) কুষ্টিয়া শহরে বঙ্গবন্ধু মার্কেটে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের নামে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিচ্ছে, নাশকতা চালাচ্ছে। পুলিশ পিটিয়ে হত্যা করছে, বাসে আগুন দিচ্ছে। তাদের এমন কর্মসূচির কঠোর জবাব দেয়া হবে।