বিএনপির ডাকা ৬ষ্ঠ দফা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে কুষ্টিয়ায় সবকিছু স্বাভাবিক রয়েছে। কুষ্টিয়ার সঙ্গে যুক্ত মহাসড়কগুলোতে এর তেমন কোনো প্রভাব পড়েনি। বুধবার সকাল থেকে সকল রুটে যাত্রীবাহী বাস চলছে।
তবে দূরপাল্লায় যাত্রী কম। সিএনজি, অটোরিক্সা ও অন্যান্য পরিবহন চলছে অন্যান্য দিনের মতই। শহরের দোকানপাট ও ব্যবসা বানিজ্যিক প্রতিষ্ঠান, স্কুল কলেজ খোলা রয়েছে। স্বাভাবিক রয়েছে রেল চলাচল।