কু‌ষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

0
কু‌ষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কু‌ষ্টিয়ার ভেড়ামারা উপ‌জেলায় হত্যার পর মুখ পোড়া‌নো অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ন‌ভেম্বর) সকা‌লে স্থানীয়‌দের মাধ্যমে খবর পে‌য়ে ধরমপুর ইউনিয়‌নের রামচন্দ্রপুর বিলপাড়া ধা‌নের মাঠ থে‌কে লাশ‌টি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ ফেলে রেখে গে‌ছে দুর্বৃত্তরা। নিহতের পরিচয় এখনো শনাক্ত হয়নি। অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমা‌নিক চ‌ল্লি‌শের উপ‌রে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) আব্দুর রব তালুকদার ব‌লেন, ধারণা কর‌ছি হত্যার পর মুখ পু‌ড়ি‌য়ে বিকৃত করা হ‌য়ে‌ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম-পরিচয় এখ‌নো শনাক্ত করা সম্ভব হয়‌নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here