কিশোরগঞ্জের কুলিয়ারচরে টমটম ও অটোরিকশার সংঘর্ষে পিতা-পুত্র নিহত হয়েছেন। নিহতরা হলেন কুলিয়ারচর পৌরসভার নোয়াগাঁও বেপারীপাড়া এলাকার আকতার আলী (৩২) ও তার ছেলে আনাস (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে কুলিয়ারচর পৌরসভার নোয়াগাঁও বেপারীপাড়া এলাকায় টমটম ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন অটোরিকশার যাত্রী ঘটনাস্থলেই দুজন নিহত হন।