মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা উপলক্ষে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হক।
ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, আশ্রয়ণ প্রকল্পের আওতায় ইতিমধ্যে প্রথম ধাপে ৯৬ জন, দ্বিতীয় ধাপে ১১০ জন, তৃতীয় ধাপে ১০০ জনসহ মোট ৩২৩ পরিবারকে পুনর্বাসন করে সরকারি ভূমিসহ গৃহ বরাদ্দ দেওয়া হয়েছে। চতুর্থ ধাপে আরও ৯৬ পরিবারকে পুনর্বাসন করে জুলাই মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুলাউড়াকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা দেবেন।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান ও জাফর আহমদ গিলমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ময়নুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশসহ সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা।