সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত। তবে ১১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ উইকেট হারিয়েছে তারা। অল্প রানের লক্ষ্য হওয়ায় রোহিত শর্মা, বিরাট কোহলিদের শুরুতে নামাতে চায়নি ভারত। তরুণদের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু ১১৫ রান তুলতে গিয়েও পরে নামতে হয়েছে রোহিতকে। শেষ পর্যন্ত অবশ্য ১৬৩ বল হাতে রেখে জিতেছে রোহিত শর্মার দল।
বার্বাডোজের কেনসিংটন ওভালে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে সেভাবে টিকতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। ৪৫ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের প্রথম তিন ব্যাটসম্যানকে ফেরান হার্দিক পান্ডিয়া, অভিষিক্ত মুকেশ কুমার ও শার্দুল ঠাকুর।
মাত্র ১১৫ রানের লক্ষ্য থাকায় রোহিত ওপেন করতে নামেননি। শুভমন গিল এবং ঈশানকে পাঠিয়েছিলেন। ঈশান ৫২ রান করলেও শুভমন মাত্র সাত রানে আউট হন। তিন নম্বরে বিরাটও নামেননি। তার জায়গায় নেমেছিলেন সূর্যকুমার। কিন্তু হতাশ করেন তিনি। ২৫ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন সূর্যকুমার।
পরে চার নম্বরে নামেন সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কিন্তু তিনি মাত্র পাঁচ রানে রান আউট হয়ে যান। পরে ব্যাটিংয়ে আসেন শার্দুল ঠাকুর। কিন্তু তার এক রানে আউট হওয়ার পর বাধ্য হয়েই ব্যাট করতে আসতে হয় অধিনায়ক রোহিত শর্মাকে। পরে রোহিত ও জাদেজা দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।