কুয়েতে সংসদ নির্বাচনে বিরোধীদের জয়

0

কুয়েতের সংসদ নির্বাচনে  বিরোধীরা সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে বিজয়ী হয়েছেন। বুধবার নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেএনএ জানায়, ৫০ আসনের পার্লামেন্টে বিরোধীরা ২৯টি আসনে বিজয়ী হয়েছে। বিজয়ীদের মধ্যে একজন নারী সদস্য জাহান বুশেহরিও রয়েছেন।

ফলাফল ঘোষণার পর বিরোধী দলের আইনপ্রণেতা আদেল আল-দামখি সাংবাদিকদের বলেন, আমরা আজ বিজয় উদ্‌যাপন করছি। নির্বাচনের ফলাফল কুয়েতের জনগণ যে সচেতন, সেই ইঙ্গিতই দেয়।

বেসরকারি সংস্থা কুয়েত ট্রান্সপারেন্সি সোসাইটির তথ্যমতে, ভোট গ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা আগপর্যন্ত মাত্র ৫০ শতাংশ ভোট পড়ে। গত বছর পড়েছিল ৬৩ শতাংশ।

১৯৬২ সালে কুয়েত সংসদীয় ব্যবস্থা গ্রহণ করলেও বেশ কয়েকবার মেয়াদ শেষ হওয়ার আগেই আইনসভা ভেঙে দেওয়া হয়েছে। পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পর দেশটির ক্ষমতাসীন আল-সাবাহ পরিবার মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দিয়ে থাকে। দেশটির রাজনৈতিক অঙ্গনে এই পরিবারের বেশ প্রভাব রয়েছে।

একমাত্র বিজয়ী নারী প্রার্থী বুশেহরি এএফপিকে বলেন, তিনি আশা করছেন স্থিতিশীলতা ফিরে আসবে এবং রাজনৈতিক বা অর্থনৈতিক বিদ্যমান বিষয়গুলোর সুরাহার ক্ষেত্রে অগ্রগতি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here