কুয়েতে বাংলাদেশি প্রকৌশলীদের মিলনমেলা

0

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কুয়েত চ্যাপ্টারের উদ্যোগে কুয়েতে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের বার্ষিক গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আনন্দ উৎসবসহ নানা আয়োজনে শেষ হয় অনুষ্ঠান।

শুক্রবার কাবাদ অঞ্চলের একটি রিজোর্টে আইইবি কুয়েত চ্যাপ্টারের সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল কুদ্দুস মল্লিকের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

দিনব্যাপী এ অনুষ্ঠানে বল নিক্ষেপ, বালিশ খেলা, বিঙ্গোসহ ছিল নানা ব্যতিক্রমী আয়োজন। এছাড়া গৃহিনীদের তৈরি পিঠা, পায়েস, ফুসকা, চটপটিসহ নানা রকম মুখরোচক খাবারও পরিবেশন করা হয়। ছিল নানা ধরনের মিষ্টান্নও।

এই গেট টুগেদারের মাধ্যমে কুয়েতে বাংলাদেশি ইঞ্জিনিয়ার ও তাদের পরিবারের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন আরো মজবুত করাই একমাত্র উদ্দেশ্য বলে জানান সংগঠনটির চেয়ারম্যান। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুয়েত এয়ারওয়েজের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আব্দুল রহমান আল-দোইসারি, ডিফেন্স এটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরীর, বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস (বিএমসি) টু কুয়েত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল আবেদীন, সংগঠনের অনারারি সেক্রেটারি ইঞ্জি. মোহাম্মদ আতাহার আলী, কুয়েত জাতীয় পেট্রোলিয়াম কোম্পানি (কেএনপিসি) ইঞ্জিনিয়ার আবদুস সালাম, কেওটিসি ইঞ্জিনিয়ার আফতাব আহমেদ, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, কুয়েত এয়ারওয়েজের ইঞ্জিনিয়ার শাহেদ সিনহা, ডা. মনিরুজ্জামান, ইঞ্জিনিয়ার মো. জুলফিকার আলী, ইঞ্জিনিয়ার হুমায়ুন সুলায়মান কবির, ইঞ্জিনিয়ার মুসতাফিজ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুতফর রহমান মুকাই আলী, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন ও আইইবি কুয়েত চ্যাপ্টারের সব নেতা ও তাদের পরিবারের সদস্যসহ সুধীজনেরা।

কুয়েতে দিন দিন বাংলাদেশি ইঞ্জিনিয়ারের সংখ্যা কমে যাচ্ছে। আর বিষয়টি নিয়ে কুয়েত প্রবাসী বাংলাদেশি ইঞ্জিনিয়াররা উদ্বিগ্ন। কুয়েতে বাংলাদেশি ইঞ্জিনিয়ারের সংখ্যা বাড়াতে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান আইইবি’র নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here