কুয়েতে নৃত্য প্রদর্শনী

0

ভারতনাট্যম বিশ্বের অন্যতম জনপ্রিয় নৃত্যশৈলী। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের প্রধান চারটি ধারার একটি এই ভারতনাট্যম। বিশ্বের বিভিন্ন দেশে এই শিল্পের গুরুরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। এই শিল্পের হাতে খড়ি ধরতেই সময় লাগে এক বছরের অধিক। কুয়েতে এই কঠিন শিক্ষা ভারতীয়দের পাশাপাশি শিখছেন বাংলাদেশিরাও। সুনামও অর্জন করেছেন অনেকে। জানালেন শিক্ষাগুরু তানিমা দাশ গুপ্তা।

তনিমা রাঙ্গা প্রাভিশা ২০২৪ নামে গ্রাজুয়েশন করা নৃত্যশিল্পীদের নৃত্য প্রদর্শনী হয় ফাহাহিলের মানগাফে নিউ ইন্ডিয়ান স্কুলে। এতে ভারত এবং বাংলাদেশের প্রায় ত্রিশজন নৃত্যশিল্পী অংশ নেয়। বাংলা নাচের পাশাপাশি ভারতনাট্যমেও ভারতীয় নৃত্য শিল্পীদের সাথে তালে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here