কুয়েতে ডেজার্ট চ্যাম্পিয়নশিপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪ ফাইনাল খেলায় জয়ী হয়েছে বাংলাদেশ। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের ২০টি দলের সাথে খেলে শিরোপা অর্জন করে প্রবাসী বাংলাদেশিদের দল বি-বাড়িয়া একাদশ।
কুয়েত ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় দিবাগত রাত ১১টায় শুরু হয় ডেজার্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টের খেলা। চলে ভোর ৩টা পর্যন্ত।
দীর্ঘ ১১ বছরের সাধনার প্রতিফলন ঘটেছে বলে জানায় বি-বাড়িয়া একাদশ ক্লাবের কর্মকর্তারা। তাঁদের জন্য ঐতিহাসিক জয়।
খেলা উপভোগ করতে ভোর রাতেও নারী পুরুষ দর্শক গ্যালারিতে দেখা যায়। বাংলাদেশি প্রবাসীরা শুধুমাত্র রেমিট্যান্স যোদ্ধা নয় কর্মব্যস্ততার মাঝেও তাদের শ্রম আর মেধায় অর্জিত এই জয় কুয়েতে ক্রিকেট অঙ্গনে মাইলফলক মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সময় উপস্থিত ছিলেন বি-বাড়িয়া একাদশ ক্লাবের উপদেষ্টা মঈন উদ্দিন মঈন, মির্জা সোহেল বেগ, বি-বাড়িয়া একাদশ ক্লাবের সাধারণ সম্পাদক শিপন, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত এর সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর প্রচার সম্পাদক মহসিন পারভেজ সহ উল্লেখযোগ্য দেশ বিদেশের ক্রিকেট প্রেমীরা।