কুয়েতে অ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্ট

0

বাংলাদেশ এবং কুয়েত -এর কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপনের অংশ হিসেবে শুক্রবার বাংলাদেশ দূতাবাস, কুয়েত এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন, কুয়েত এর আয়োজনে অ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান।

 কুয়েতের ফাহাহিল স্টেডিয়ামে তিনি এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ-কুয়েতের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করতে বাংলাদেশে দূতাবাস, কুয়েত কর্তৃক ২০২৪ সাল জুড়ে গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ‘অ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্টের’ আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here