কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে দেওয়া হলো ১০৪ বিদেশির প্রবেশ

0
কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে দেওয়া হলো ১০৪ বিদেশির প্রবেশ

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) দেশের প্রধান প্রবেশপথে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। গত ২৪ ঘণ্টায় অভিবাসন সংক্রান্ত প্রয়োজনীয়তা পূরণ না করার জন্য ১০৪ জন বিদেশির প্রবেশ নিষিদ্ধ করেছে।

একেপিএস’র মতে, ৩৬২টি অভ্যন্তরীণ ফ্লাইটের মাধ্যমে টার্মিনাল ১ এবং টার্মিনাল ২-এ আসা এবং ৩৬১টি বহির্গামী ফ্লাইটের মাধ্যমে প্রস্থান করা ৫৪,৯৪৭ জন আন্তর্জাতিক দর্শনার্থীর উপর তল্লাশি চালানো হয়েছে।

ব্যাপক স্ক্রিনিংয়ের ফলে ১০৪ জন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, যাদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান থেকে এসেছেন, যারা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে প্রবেশের শর্ত পূরণ করেননি।

যাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদের বেশিরভাগই তাদের ভ্রমণের স্পষ্ট কারণ জানাতে পারেননি। বৈধ থাকার ব্যবস্থা বা ফেরত টিকিটের অভাব ছিল এবং তাদের প্রবেশের আবেদনের সমর্থনে সন্দেহজনক ব্যাখ্যা দিতে পারেননি।

শনিবার এক বিবৃতিতে সংস্থাটি এসব তথ্য জানিয়েছে।

একই সাথে, কর্তৃপক্ষ আরও ২৮৮ জন ভ্রমণকারীকে দেশে প্রবেশ করতে না দেওয়ার পর কেএলআইএতে আটকে পড়ে থাকায় তাদের দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করছে বলেও একেপিএস জানিয়েছে।

‘আমাদের দৃঢ় পদক্ষেপ জাতীয় নিরাপত্তা এবং মালয়েশিয়ার প্রবেশপথের অখণ্ডতা রক্ষায় অব্যাহত থাকবে, যাতে নিশ্চিত করা যায় যে কেবলমাত্র যোগ্য দর্শনার্থীদেরই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে,’ বিবৃতিতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here