পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ‘গুরু পূজা’। শুক্রবার দিনব্যাপী কুয়াকাটা সংলগ্ন নয়াপাড়া মন্দির প্রাঙ্গণে এ পূজার আয়োজন করা হয়। এতে পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন পাড়ার দুই শতাধিক রাখাইন অংশগ্রহণ করেন।
রাখাইনরা জানান, ধর্মীয় নিয়ম-নীতি অনুযায়ী নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে ‘গুরু পূজা’ পালন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে আগত রাখাইনদের মাঝে খাবার ও বিভিন্ন প্রকারের পিঠা বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরের পর নয়াপাড়া মন্দিরের পুরোহিত উপ্রগা চন্দ্র মথেরোকে উপস্থিত সকলে সম্মান প্রদর্শন করেন। অনুষ্ঠানে প্রার্থনা পরিচালনা করেছেন মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহার পুরোহিত উত্তম ভিক্ষু।