কুমিল্লা-৪ আসনে স্বতন্ত্র পদে মনোনয়নপত্র জমা দিলেন আবুল কালাম আজাদ

0

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা শেষে তিনি সাংবাদিকদের জানান, মূলত আমি নৌকার বিপক্ষে প্রার্থী হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ইচ্ছে করলে যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। সে পরিপ্রেক্ষিতে সারা দেশে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। তাই কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের অনুরোধে আমিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ দেবিদ্বারে দুঃশাসনের পরিবর্তন চায়। তৃণমূল আওয়ামী লীগের নেতারা আজ বঞ্চিত-লাঞ্ছিত অবহেলিত। যারা নিজেদের জায়গা-জমি বিক্রি করে দলের দুর্দিনে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, তারা আজ আওয়ামী লীগ জোর করেও করতে পারছেন না। তারা নিজের দলীয় নেতাদের প্রতিহিংসার শিকার হয়ে পদে পদে মামলা-হামলার শিকার হচ্ছেন। আমি আশা করছি, প্রশাসন ও তৃণমূলের হাজার হাজার নেতা-কর্মীর সহযোগিতায় আগামী ৭ জানুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে। উক্ত ভোটে আমি বিপুল ভোটে জয়ী হবো ইনশাল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here