কুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব কিডনি দিবস পালিত

0

কুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব কিডনি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৩ মার্চ) নেফ্রলজি বিভাগের আয়োজনে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মেডিকেল কলেজের মূল ফটক থেকে বের হয়ে মেডিকেল কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

এসময় কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের নেফ্রলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. বাবলু কুমার পাল বলেন, কিডনি রোগ তখন হয় যখন কিডনি তার স্বাভাবিক কার্যক্ষমতা হারাতে শুরু করে। শরীরের বর্জ্য ও অতিরিক্ত পানি ফিল্টার করতে ব্যর্থ হয়। এটি দীর্ঘমেয়াদে বিপজ্জনক হতে পারে এবং ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here