কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদের নতুন কমিটি

0
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদের নতুন কমিটি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনে সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান। যুগ্ম-সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক মজুমদার। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ হয়েছেন অর্থনীতি বিভাগের প্রভাষক মো. ইমাম হোসেন।

মঙ্গলবার এ নির্বাচনে ১৬৮ ভোটারের মধ্যে ভোট পড়েছে ১৫৯টি। এই কমিটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে। প্রধান নির্বাচন কমিশনার ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. খালেদ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, ‘এবার অসম্পূর্ণ কাজ শেষ করব। সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে চাই।’

ওমর ফারুক মজুমদার বলেন, ‘শিক্ষকরা আমার ওপর আস্থা রেখে বিশাল ব্যবধানে জয়ী করেছেন। সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষক ও কলেজের উন্নয়নে কাজ করব।’

কলেজের অধ্যক্ষ আবুল বাসার ভূঁঞা বলেন, ‘উৎসবমুখর পরিবেশে শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন ও বিজয়ী হয়েছেন, সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here