কুমিল্লা নগরীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

0
কুমিল্লা নগরীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

কুমিল্লা নগরীর মগবাড়ি চৌমুহনী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রেজাউল কবীর বুলবুল (৫৮) নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) কুমিল্লা আদালতের উত্তর দিকের মগবাড়ি চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত রেজাউল কবীর বুলবুল নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় মগবাড়ি এলাকার ব্যবসায়ী ও পুরাতন চৌধুরীপাড়ার এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজনরা জানান, মগবাড়িতে তার একটি কনফেকশনারি দোকান রয়েছে। রেজাউল কবীর সাইকেলে করে কিছু মালামাল নিয়ে দোকানের দিকে যাচ্ছিলেন। দোকানের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা ভাষাসৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন, নগরীতে দীর্ঘদিন ধরে অটোরিকশার আগ্রাসন চলছে। কোনো নিয়ম-নীতি কেউ মানছেন না। এর আগে আমাদের এক সহকর্মী ও কয়েকজন শিক্ষার্থী অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। এদের থামাতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, বিষয়টি আমরা শুনেছি। বিস্তারিত খোঁজ নিয়ে আইনিব্যবস্থা গ্রহণ করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here