কুমিল্লার মানুষ ‘কুমিল্লা’ নামেই বিভাগ চায় এবং কুমিল্লা নামেই তা বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
শনিবার (৬ মে) কুয়ালালামপুরে মালয়েশিয়াস্থ বৃহত্তর কুমিল্লা সমিতি আয়োজিত এক সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনার এই অনুষ্ঠানে প্রবাসীদের নানা সমস্যা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। এসময় পাসপোর্ট ও অন্যান্য সমস্যা সমাধানে প্রবাসীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রধান অতিথি বাহাউদ্দিন বাহার এমপি।
এসময় আরও বক্তব্য রাখেন মকবুল হোসেন মুকুল, রাসেদ বাদল, এ কামাল চৌধুরী, শাহিন সর্দার, হুমায়ুন কবির, আবুল হোসেন, এমাদাদুল হক সবুজ, কাইয়ুম সরকার, শাখাওয়াত হোসেন জোসেফ, নাজমুল ইসলাম বাবুল, মনসুর আল বাসার সোহেল, জহিরুল ইসলাম জহির, জহিরুল ইসলাম হিরন, মোহাম্মদ শামীম, জহিরুল হক জহির, হুমায়ুন কবির, মাহবুবুল হক মজুমদার, জাকির হোসেন জাকির প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিটন আবাদ, মোহাম্মদ নাসিম, মোশারফ হোসেন মিন্টু, নাসির উদ্দিন, এ আর মামুন, শওকত হোসেন তিনু, এ আর মামুন, মানিক খাঁন, জাহাঙ্গীরসহ বৃহত্তর কুমিল্লা সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।