কুমিল্লার মাঠে বিপ্লব ঘটিয়েছে নতুন প্রজাতির ধান বিনা ২৫। এক বছরে কুমিল্লা অঞ্চলে এর আবাদ বেড়েছে ১৮ গুণ। গত বছর ৪০ হেক্টর জমিতে বিনা ধান ২৫ চাষ করা হয়। এবার তা বেড়ে ৭৫০ হেক্টর হয়েছে। বুড়িচংয়ে গত বছর আবাদ হয় ৪ হেক্টর, এবার তা বেড়ে দাঁড়ায় ৩৫ হেক্টরে।
সোমবার বিকালে এই ধান কাটা নিয়ে কুমিল্লা বুড়িচং উপজেলার ইন্দ্রবতী এলাকায় আয়োজিত কৃষক সমাবেশে এই তথ্য জানানো হয়।
বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, কৃষিকে লাভজনক করা না গেলে কৃষককে মাঠে ধরে রাখা যাবে না। সেক্ষেত্রে বিনা ধান-২৫ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিনা ধান -২৫ তুলনামূলক ফলন বেশি, দামও ভালো পাওয়া যায়। তাই কৃষকরা এই ধান চাষে ঝুঁকছেন। তিনি কৃষকদের বিনা ধান-২৫এর বীজ তৈরি করে লাভবান হতে পারেন বলেও উল্লেখ করেন।