বিপিএলের ১৮তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের সামনেই দাঁড়াতেই পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটাররা। মাত্র ১৬.৩ ওভারেই গুটিয়ে গেছে সাগর পাড়ের দলটি।
তানভীর ইসলাম, আলিস ইসলাম ও মোস্তাফিজুর রহমানদের দাপটে ৭২ রানেই গুটিয়ে গেছেন তানজিদ হাসানরা।
ওপেনে ধসের পর খানিকটা থিতু হওয়ার চেষ্টা করেছিলেন তিনে নামা চট্টগ্রামের ব্যাটার টম ব্রুস। তবে সেই প্রতিরোধ স্থায়ী হয়েছে ২৭ রান পর্যন্ত। এছাড়া ১০ রানের ঘর পেরোতে পেরেছে চট্টগ্রামের মাত্র এক জন ব্যাটার।
কুমিল্লার হয়ে চার উইকেটে নিয়েছেন তানভীর। আর আলিসের শিকার ২।