কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

0

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দুইজনকে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় আসামি নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস। 

সোমবার রাতে রুবেলকে তার নিজ বাড়ি দেবিদ্বার উপজেলার ব্রাহ্মণখারা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। 
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৪ ও ৫ আগস্ট দেবিদ্বার নিউমার্কেট সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাসচালক আব্দুর রাজ্জাক রুবেল ও দশম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী সাব্বির হোসেন হত্যায় স্বজনদের করা পৃথক তিনটি মামলার আসামি তিনি। এছাড়াও পৃথক কয়েকটি হত্যা চেষ্টা মামলা রয়েছে তার বিরুদ্ধে।
হাসিনা পতনের পর দীর্ঘদিন পলাতক ছিল রুবেল। গোপনে বাড়িতে আসেন সোমবার দিবাগত রাতে। দেবিদ্বার থানা পুলিশের একটি দল রাতে তাকে গ্রেফতার করে। হত্যা মামলার আসামি হওয়ার পরেও রুবেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন। ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করতেন বলেও অভিযোগ রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here