কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় দুই সৎ ভাইকে বালিশ চাপায় হত্যা মামলায় অপর সৎ-ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫নং আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন। দণ্ডপ্রাপ্ত আসামি জেলার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালাম ওরফে আবুলের ছেলে আল শফিউল ইসলাম ছোটন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম।