কুমিল্লায় জানালার গ্রিলে গলায় গামছা পেঁচানো অবস্থায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঘাসিগ্রামের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মৃত ফারজানা আক্তার বৃষ্টি (১০) কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামের অটোরিকশা চালক ফারুক আহমেদের মেয়ে। বৃষ্টি চৌদ্দগ্রামের মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
তিনি আরো বলেন, মেয়ের আত্মহত্যার মতো কোন ঘটনা ঘটেনি। আমরা ধারণা করছি তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। বাসায় সিসিটিভি আছে। সেটা পরীক্ষা করলে আসামি শনাক্ত হতে পারে।
বাড়ির মালিকের মা মমতাজ বেগম বলেন, বৃষ্টি শ্রবণ প্রতিবন্ধী। বাবা-মা না থাকলে সে ছোট ভাইকে কোলে নিয়ে ঘুরে বেড়ায়। তারা দেড় বছর ধরে এ বাসায় আছে। কারো সাথে তাদের ঝামেলা নেই। মঙ্গলবার বৃষ্টির বাবা কান্নাকাটি শুরু করলে আমরা দৌড়ে আসি। এরপর দেখি বৃষ্টির মরদেহ ঝুলছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন নেই। গলায় স্বাভাবিক যে দাগ থাকার কথা সেটা পেয়েছি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।