কুমিল্লায় ব্যবসায়ীকে গুলি করে ডাকাতি

0
কুমিল্লায় ব্যবসায়ীকে গুলি করে ডাকাতি

কুমিল্লার দাউদকান্দিতে মৎস্য প্রকল্পের কার্যালয়ে ডাকাতির ঘটনায় আমির হোসেন (৪৮) নামে এক মাছ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার উপজেলার গৌরীপুর ইউনিয়নের আমিরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন মৎস্য প্রকল্পে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আমির হোসেন গৌরীপুর ইউনিয়নের মাইথারকান্দি গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।  

গৌরীপুর মৎস্য প্রকল্পের ইজারাদার মো. নুরু মিয়া জানান, প্রতিদিনের মতো আমাদের মাছ ধরা চলছে। আমিরাবাদে প্রকল্পের ঘর থেকে পাইকারদের নিকট মাছ বিক্রি এবং গাড়ি দিয়ে বিভিন্ন বাজারে পাঠাই। ৮-৯ জন মুখোশ পরা ডাকাতদল অস্ত্রসহ আমাদের উপর হামলা করে নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। বাধা দিতে গেলে আমীর হোসেন নামে আমাদের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ আমির হোসেনের ভাই বাদশা মিয়া জানান, ভোরের দিকে গৌরীপুর মৎস্য প্রকল্পে ডাকাত হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র ও শর্টগান দিয়ে গুলি ছুড়লে আমার ভাই আমির হোসেনের বাম পায়ের উরুতে গিয়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। 

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন,  ডাকাতি ও গুলিবিদ্ধের ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এছাড়া ডাকাতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here