কুমিল্লার আদর্শ সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় গোমতী নদীর চর থেকে হুমায়ুন কবীর (৬০) নামে এক বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে।
নিহত হুমায়ুন কবীর আদর্শ সদর উপজেলার শালধর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার জালুয়াপাড়া এলাকায় গোমতী নদীর চরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে শাহেরা আক্তার নামের এক নারীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে আটক শাহেরা আক্তারের সঙ্গে হুমায়ুন কবীরের বিয়ে হয়েছিল। পরে শাহেরার সঙ্গে বনিবনা না হওয়ায় ছাড়াছাড়ি হয়ে যায়। শাহেরা জালুয়াপাড়া এলাকায় ভাড়া থাকতেন। ওই বাড়ির পাশ থেকে হুমায়ুন কবীরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তৌহিদুল আনোয়ার বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে।

