কুমিল্লায় প্রকাশ্যে বই খুলে পরীক্ষা দেওয়ার ভিডিও ভাইরাল

0
কুমিল্লায় প্রকাশ্যে বই খুলে পরীক্ষা দেওয়ার ভিডিও ভাইরাল

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একটি কামিল মাদ্রাসায় ফাজিল পরীক্ষায় শিক্ষকের উপস্থিতিতেই প্রকাশ্যে বই ও খাতা খুলে পরীক্ষা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বই খুলে নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করছেন নেটিজেনরা।

দুই মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, পরীক্ষার হলে প্রায় প্রত্যেক শিক্ষার্থীর টেবিলের ওপর বই রাখা। তারা প্রকাশ্যেই বই খুলে প্রশ্নের উত্তর লিখছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার। সেখানে বর্তমানে ফাজিল স্নাতক অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষা চলছে। গত রবিবার (২১ ডিসেম্বর) প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় ৪৪ জন শিক্ষার্থী অংশ নেন, যাদের সবাই ওই মাদ্রাসার শিক্ষার্থী।

এ বিষয়ে জানতে মঙ্গলবার রাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুসের মুঠোফোনে একাধিকবার কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন বলেন, পরীক্ষায় অসদুপায়ের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় বলেন, তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here